পুঁজিবাজার এ বিনিয়োগ শিক্ষার প্রয়োজনীয়তা ?

Loading...

পুঁজিবাজার এ বিনিয়োগ শিক্ষার প্রয়োজনীয়তা ?

বিনিয়ােগ শিক্ষা (Financial Literacy)

বিনিয়োেগ শিক্ষা বা ফিন্যান্সিয়াল লিটারেসী হচ্ছে অর্থ এবং এর ব্যবহার, আয় এবং সঞ্চয়ের ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত, পারিবারিক বা ব্যবসার বিনিয়ােগ বিনিয়ােগ পরিকল্পনা সংক্রান্ত সাধারণ জ্ঞান। বিভিন্ন বিনিয়ােগ পণ্যের সুবিধা, অসুবিধা, সম্ভাব্য আয় ও ঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করে নিজস্ব সামর্থ্যের সাথে সামঞ্জস্য রেখে বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়ােজনীয় জ্ঞান আহরণই হচ্ছে বিনিয়ােগ শিক্ষা। বিনিয়ােগ শিক্ষা বিনিয়ােগকারীর ব্যক্তিগত মনােভাব পরিবর্তনের মাধ্যমে জ্ঞানের ভিত্তিতে দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।

বিনিয়ােগ শিক্ষার প্রয়ােজনীয়তা

অর্থ ও বিনিয়ােগ সংক্রান্ত ধারণা অর্জনের মাধ্যমে সঠিক বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিনিয়োেগ শিক্ষা অপরিহার্য। নিজস্ব আর্থিক পরিকল্পনা প্রণয়ন, আয়, ব্যয় ও সঞ্চয় ব্যবস্থাপনা, বিভিন্ন বিনিয়ােগ পণ্যের উপযুক্ততা যাচাই এবং অর্থ ও এর ব্যবহার সংক্রান্ত মৌলিক জ্ঞান অর্জনের জন্য বিনিয়ােগ শিক্ষা প্রয়ােজন। আর্থিক বাজারে প্রতিনিয়ত নতুন এবং জটিল পণ্য অন্তর্ভুক্ত হচ্ছে। এগুলি সম্পর্কিত জ্ঞান না থাকলে বিনিয়ােগকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আর্থিক অনিয়ম এবং প্রলােভন থেকে সুরক্ষিত থেকে নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ অর্জনের জন্য বিনিয়ােগ শিক্ষা অপরিহার্য। বিনিয়ােগ শিক্ষায় শিক্ষিত মানুষের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায় যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিনিয়ােগ শিক্ষা ব্যতীত একজন বিনিয়ােগকারী যা করতে পারে

  1. আর্থিক বাজার এবং এর পণ্যসমূহের ঝুঁকি সম্পর্কে না জেনে কাল্পনিক অতিরিক্ত লাভের আশায় ঝুঁকিপূর্ণ পণ্যে বিনিয়ােগ।
  2. নিজস্ব আর্থিক ও ঝুঁকি বহন করার ক্ষমতা যাচাই না করে বিনিয়ােগ।
  3. প্রয়ােজনীয় যাচাই বাছাই না করে গুজবের ভিত্তিতে বিনিয়োেগ।
  4. তুলনামূলক বেশী মূল্যে বিনিয়ােগ করে মূল্যপতনে ভীত হয়ে বিক্রয়।
  5. পরিশােধের ক্ষমতা যাচাই না করে উচ্চসুদে অতিরিক্ত ঋণ গ্রহণ।
  6. সঞ্চয় এবং বিনিয়ােগের সুনির্দিষ্ট পরিকল্পনা না করা।
  7. বিনিয়ােগ বিন্যস্তকরণ (Portfolio Management) ব্যতিত এক বা একই ধরণের পণ্যে বিনিয়ােগ।
  8. তথাকথিত বড় বিনিয়ােগকারীদের অনুরণ করে বিনিয়ােগ।
  9. বিকল্পসমূহ না জেনেই বিনিয়ােগ।

এর ফলে যা হয়

  1. বিনিয়ােগকারী ক্ষতির সম্মুখীন হয়।
  2. এর ফলে সঞ্চয় অভ্যাস পরিত্যাগ করে এবং ব্যয় প্রবণতা বেড়ে যায়।
  3. হতাশায় আক্রান্ত হয়।
  4. আর্থিক বাজারে তারল্য কমে যায়।
  5. বিনিয়ােগ বিমুখ হয়ে পড়ে।
  6. জাতীয় অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য করনীয়

  1. বিনিয়ােগকারীকে সঠিক দিক নির্দেশনা প্রদান।
  2. আর্থিক বাজার, প্রতিষ্ঠান, পণ্য ও বিনিয়ােগ সম্পর্কিত শিক্ষা প্রদান।
  3. মনােভাব এবং চিন্তার ধরণ পরিবর্তনে সাহায্য করা।
  4. আর্থিক প্রাপ্তি ও ঝুঁকি সম্পর্কে সচেতন করা।
  5. যাচাই বাছাই এর মনােভাব ও দক্ষতা বৃদ্ধি করা।
  6. সমৃদ্ধ ভবিষ্যৎ গঠণের আকাঙ্খ জাগ্রত করা।

বিনিয়ােগ শিক্ষার কৌশল

  1. বিনিয়ােগ শিক্ষা কোন নির্দিষ্ট শ্রেণী, পেশা বা বয়সের জন্য নয়, এই কার্যক্রম হবে সর্বব্যাপী, সকল জনগণের জন্য, ব্যাপক এবং সুবৃস্তিত।
  2. সবার জন্য শিক্ষার মাধ্যম এবং বিষয়বস্তু এক হবে না, ভিন্ন ভিন্ন শ্রেণী/পেশা এবং বয়সের শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন মাধ্যম এবং বিষয়বস্তু বির্ধারণ করা হবে।
  3. শিক্ষার বিষয়বস্তু সবার নিকট গ্রহণযােগ্য এবং সহজে বােধগম্যভাবে উপস্থাপন করা হবে।
  4. বিদ্যমান এবং সম্ভাব্য সকল বিনিয়ােগকারীর দোরগােড়ায় বিনিয়ােগ শিক্ষা পৌঁছানাে হবে।
  5. বিনিয়ােগ শিক্ষা কার্যক্রম স্বল্পমেয়াদী হবে না। একটি পর্যায়ে শিক্ষা গ্রহণের পরবর্তী পর্যায়ে উচ্চতর শিক্ষা গ্রহণের দ্বার উন্মুক্ত থাকবে, যা ক্রমান্বয়ে সকল মানুষকে বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে।

Leave a comment